প্রধান শিক্ষকের বাণী

সরকারি নলছিটি মার্চেন্টস্ মডেল মাধ্যমিক বিদ্যালয়টি ১৯২৯ সালের ০২ জানুয়ারী প্রতিষ্ঠিত
হয়। তৎকালীন স্থানীয় কিছু বনিকদের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন
থেকেই বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বালকদের নিয়ে যাত্রা শুরু হলেও
পরবর্তীতে এখানে বালিকা শাখাও খোলা হয়। শুরুতে এটি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের
অধীনে ছিল। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়টি জাতীয়করণকরা হয়। এই বিদ্যালয়ের
রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনী এই বিদ্যালয়ে
অবস্থান করেছিল। এই বিদ্যালয়ের প্রক্তন অনেক শিক্ষার্থী প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চপদে
অধিষ্ঠিত আছেন। অনেকে সর্বোচ্চ পর্যায় থেকে অবসরে গেছেন। বিদ্যালয়ের ব্যাপারে
ওনাদের আবেগ অনুভূতি খূবই প্রবল। প্রায়ই ওনারা স্মৃতিচারণ করেন। প্রাক্তন শিক্ষার্থীগণ
শতবর্ষ উদ্যাপনের ব্যাপারে খুবই আগ্রহী। আমি আশা করি ওনাদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে
শতবর্ষ উদ্যাপিত হবে। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে এরা সুনাম বয়ে আনছে। আমি বিদ্যালয়টির
উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছি।

মোঃ খায়রুল বাশার,

প্রধান শিক্ষক,
সরকারি নলছিটি মার্চেন্টস্ মডেল মাধ্যমিক বিদ্যালয়
নলছিটি, ঝালকাঠি।